ফ্লোরিডায় গোলাগুলি ॥ নিহত ২, আহত ২০

512

ডহয়ালিহ (যুক্তরাষ্ট্র), ৩১ মে, ২০২১ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি এলাকায় তিনজনের নির্বিচার গুলি-হামলায় দুজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে।
ওই এলাকার একটি কনসার্টের বাইরে ভিড়ের ভেতর রোববার এ হামলা চালানো হয়। চলতি বছর যুক্তরাষ্ট্রে এ ধরনের এটি সর্বশেষ হামলা।
পুলিশ এ খবর জানিয়েছে।
মিয়ামি গার্ডেনস এর একটি ব্যস্ত শপিং মলের অনুষ্ঠানাদি হয় এরকম একটি হলের কাছে এ গুলি-হামলার ঘটনা ঘটে। এ এলাকায় সাধারণত কিউবার লোকজন বেশি বাস করে।
মিয়ামি ডেড পুলিশ দপ্তর থেকে বলা হয়েছে, ওই হলে পূর্বনির্ধারিত অনুষ্ঠান চলছিল। বাইরে বেশকিছু অনুষ্ঠানের সাথে জড়িত লোকজন উপস্থিত ছিল। এ সময়ে এখানে গাড়ি নিয়ে উপস্থিত হয়ে তিন ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। পরপরই তারা পালিয়ে যায়। তাদের হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।
হামলায় দুজন নিহত হওয়া ছাড়াও অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
পুলিশ বিভাগের পরিচালক তৃতীয় আলফ্রেডো রামিরেজ কাপুরুষোচিত এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
হামলাকারীদের খুঁজে বের করতে পুলিশ কমিউনিটির সহায়তা চেয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে গত এক বছরে এ ধরনের বন্দুক হামলা বেড়ে গেছে।
এদিকে করোনা মহামারির কারণে কর্মক্ষেত্রের সহিংসতা কমে গেলেও বন্দুক বিক্রি বেড়ে গেছে।
দেশটিতে দীর্ঘদিনের বেদনাময় বন্দুক সহিংসতার ইতিহাস রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন একে মহামারি হিসেবে উল্লেখ করেছেন।
গত বছর দেশটিতে বন্দুক সম্পর্কিত সহিংসতায় ৪৩ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।
মিয়ামি পুলিশ প্রধান আর্ট আশিভেদো রোববারের এ হামলার পর এক আবেগঘন আবেদনে বলেছেন, সহিংসতার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যদি সমাজকে পুরোপুরি বদলাতে না পারি তাহলে পরিস্থিতি ভালো না হয়ে আরো খারাপই হবে।