বাসস দেশ-৩৯ : বান্দরবানে সাতটি ওষুধের দোকানকে জরিমানা

138

বাসস দেশ-৩৯
বান্দরবান-জরিমানা
বান্দরবানে সাতটি ওষুধের দোকানকে জরিমানা
বান্দরবান, ৩১ মে ২০২১ (বাসস) : জেলা সদরে আজ বিভিন্ন অপরাধে সাতটি ওষুধের দোকানকে মোট সাড়ে নয়হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার বিকালে বান্দরবান বাজারে পরিচালিত ভ্রাম্যমান আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে ফিজিসিয়ান স্যাম্পল রাখা, রেজিস্ট্রেশন না থাকা, মেয়াদউর্ত্তীণ ওষুধ মজুদ রাখা, এন্টিবায়োটিক বিক্রয়ে রেজিস্টারে লিপিবদ্ধ না করা, ফার্মেসিতে ফার্মাসিস্ট না থাকা, আমদানী নিষিদ্ধ ভ্যাকসিন মজুদ ও বিক্রয়সহ বিভিন্ন অপরাধে সাতটি ওষুধের দোকানকে মোট নয়হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।
এরমধ্যে বাজারের রানা ড্রাগ হাউসকে তিনহাজার টাকা, জয় ফার্মেসিকে তিনহাজার টাকা, আনন্দময়ী ফার্র্মেসীকে পাঁচশ’ টাকা, পুপলার ফার্মেসীকে একহাজার টাকা, শফিক মেডিকোকে পাঁচশ’ টাকা, রতœা মেডিকেলকে পাঁচশ’ টাকা এবং পাহাড়িকা ফার্মেসিকে একহাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
বাসস/এনডি/সংবাদদাতা/২১৪৫/এমকে