বাসস দেশ-৩৭ : জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্কাউটদের সহায়তার আহ্বান জানিয়েছেন মোমেন

144

বাসস দেশ-৩৭
মোমেন-যুব-জলবায়ু
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্কাউটদের সহায়তার আহ্বান জানিয়েছেন মোমেন
ঢাকা, ৩১ মে, ২০২১ (বাসস): পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ জলবায়ু পরিবর্তন অভিযোজন সম্পর্কিত প্রয়াসে সাধারণ মানুষকে সহায়তা করার জন্য সরকারের পাশাপাশি তরুণ স্কাউটদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বিশ্ব মহামারীর এই সময়কালে, তরুণ স্কাউটরা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং এই গ্রহকে বাঁচাতে সহায়তা করতে এগিয়ে আসতে পারে।
ঢাকা ওআইসি যুব রাজধানী ২০২০ এর অধীনে ‘টেকসই উন্নয়নের জন্য স্কাউট সম্মেলন’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ড. মোমেন বলেন, ওআইসি যুব রাজধানীর বছরব্যাপী কর্মসূচিগুলো যুব নীতিমালার ক্ষেত্রে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মুসলিম যুবকদের মধ্যে সংহতি বাড়াতে সহায়তা করছে।
তিনি আরো বলেন, যুবকদের মধ্যে বিভিন্ন ধরণের কর্মকান্ডের মাধ্যমে ‘ঐক্যের’ চেতনা জাগানোর লক্ষ্যে আন্তঃসাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করছে।
পররাষ্ট্রমন্ত্রী বিশ্বের সার্বিক উন্নয়নের জন্য স্কাউট আন্দোলনের নীতিমালা বাস্তবায়নেরও আহ্বান জানান।
ওআইসি (ইসলামিক সহযোগিতা সংস্থা) অন্তর্ভুক্ত অঞ্চলে ছয় বিলিয়নেরও বেশি মুসলমান এবং তাদের এক তৃতীয়াংশ যুবসমাজ।
বাসস/টিএ/এসই/২১৩৫/-শআ