বাসস দেশ-১৭ : ফেনীতে খামারিদের জন্য গো-খাদ্য বরাদ্দ

112

বাসস দেশ-১৭
করোনা-গো-খাদ্য
ফেনীতে খামারিদের জন্য গো-খাদ্য বরাদ্দ
ফেনী, ৩১ মে, ২০২১ (বাসস) : করোনায় ফেনীতে গরুর খামারিদের গো-খাদ্য বরাদ্দ দেয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন জানান, সরকারি সহায়তা হিসেবে ছয় উপজেলায় ৯ টন ৭শ কেজি মোটা ভূষি ও ৫১০ কেজি খৈল বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা ও ব্যবস্থাপনায় বিভিন্ন উপজেলায় বন্টন করা হয়েছে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত জানান, ইউপি চেয়ারম্যানদের প্রেরিত উপকারভোগীর তালিকা যাচাই শেষে চেয়ারম্যানদের মাধ্যমে সরকারি সহায়তা বিতরণ করা হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, ফেনী সদর উপজেলায় ২ টন ভূষি ও ১৩৫ কেজি খৈল, সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলায় প্রতিটিতে ১ দশমিক ৬ টন ভূষি ও ৮০ কেজি খৈল, ছাগলনাইয়া, ফুলগাজী এবং পরশুরাম প্রত্যেক উপজেলায় দেড় টন ভূষি ও ৭৫ কেজি করে খৈল বরাদ্দ দেয়া হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭১৬/কেজিএ