বাসস দেশ-১২ : পাবিপ্রবিতে ১৫ জুন থেকে পরীক্ষা শুরু

112

বাসস দেশ-১২
পাবিপ্রবি-পরীক্ষা
পাবিপ্রবিতে ১৫ জুন থেকে পরীক্ষা শুরু
পাবনা, ৩১ মে, ২০২১ (বাসস) : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতোপূর্বে স্থগিতকৃত ও বিশেষ পরীক্ষাসমূহ আগামী ১৫ জুন থেকে এবং অন্যান্য বর্ষের নিয়মিত পরীক্ষাসমূহ আগামী ২৬ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে স্ব-শরীরে ক্যাম্পাসে উপস্থিতিতে অথবা অনলাইন এ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত ২৯ মে তারিখে একাডেমিক কাউন্সিলের ৩৪তম বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ার খসরু পারভেজসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কেন্দ্রীয় ক্রীড়া ফি, কেন্দ্রীয় সাংস্কৃতিক উন্নয়ন ফি, যাতায়াত ফি, ম্যাগাজিন ফি ও হল সংস্থাপন ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. ফারুক হোসেন চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৬৫৮/কেজিএ