বাসস ক্রীড়া-৯ : অবশেষে পরিবারের কাছে ফিরলেন পন্টিং-স্মিথ-ওয়ার্নার-কামিন্সরা

91

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-
অবশেষে পরিবারের কাছে ফিরলেন পন্টিং-স্মিথ-ওয়ার্নার-কামিন্সরা
সিডনি, ৩১ মে, ২০২১ (বাসস) : অবশেষে পরিবারের কাছে ফিরলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
করোনাভাইরাসের কারণে গত ৪ মে মাঝপথেই স্থগিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসর। আসরটি স্থগিত হবার পর মালদ্বীপে কোয়ারেন্টাইন কাটানোর পর গত ১৭ মে দেশে ফিরেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচ ও স্টাফসহ ৩৮ জনের একটি বহর। এরপর নিজ দেশে দু’সপ্তাহের কোয়ারেন্টাইন শেষ করে বাড়ি ফিরলেন তারা।
সিডনিতে রোববার কায়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে পন্টিং-স্মিথ-ওয়ার্নারদের। এরপর হোটেল থেকে বেরিয়েই পরিবারের সাথে দেখা করেন তারা। নিজ পরিবারের সদস্যদের জড়িয়ে ধরতে দেখা গেছে স্মিথ, ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলকে। পরবর্তীতের পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরেন আইপিএলের বিভিন্ন দলের সাথে থাকা অস্ট্রেলিয়ানরা।
দিনের সেরা ছবি দেখা গেছে কামিন্সের ক্ষেত্রে। হোটেল থেকে বেরিয়েই গর্ভবতী বান্ধবী বেকি বস্টনকে জড়িয়ে ধরেন কামিন্স। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এখন ভাইরাল।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যান ম্যাক্সওয়েল বলেন, ‘পরিবারের সদস্যদের কাছে পেয়ে আবেগ-আপ্লুত। বাড়ি ফিরছি, এর চেয়ে আনন্দ আর নেই। অনেকদিন বাড়ির বাইরে কাটাতে হয়েছে। এবার পরিবারকে সময় দেয়া পালা।’
বাসস/এএমটি/১৭১০/-স্বব