বাসস দেশ-৮ : দেশের নদ-নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে

89

বাসস দেশ-৮
নদ-নদী-পরিস্থিতি
দেশের নদ-নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে
ঢাকা, ৩১ মে, ২০২১ (বাসস): ব্রক্ষ্মপুত্র -যমুনা ও পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত যা অব্যাহত থাকতে পারে। দুইদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ি আগামী তিনদিনে মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানি সমতল তবে কখনও কখনও দ্রুত বাড়তে পারে। কেননা দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের আসাম ও মেঘালয় প্রদেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪২ টির,হ্রাস পেয়েছে ৫৫ টির। অপরদিকে, অপরিবর্তিত আছে ০৩ টির, গেজ পাঠ পাওয়া যায়নি ১টির এবং মোট তথ্য পাওয়া যায়নি ০১ টির।
গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, (গতকাল সকাল ৯ টা থেকে আজ সকাল ৯ টা) সুনামগঞ্জে ২০৩ মিলিমিটার, ছাতকে ১৪০ মিলিমিটার, লরেরগড়ে ১৮০ মিলিমিটার, গাইবান্ধায় ১২৫ মিলিমিটার, কাউনিয়ায় ৫৫ মিলিমিটার, দেওয়ানগঞ্জে ৫০ মিলিমিটার, কানাইঘাটে ৫৬ মিলিমিটার, নওগাঁয় ৪৮ মিলিমিটার।
বাসস/সবি/এসএস/১৬২২/এএএ