বাসস ক্রীড়া-৫ : ওয়েলস দলে নতুন মুখ কলউইল, বাদ পড়লেন রবসন-কানু

119

বাসস ক্রীড়া-৫
ফুটবল-ইউরো
ওয়েলস দলে নতুন মুখ কলউইল, বাদ পড়লেন রবসন-কানু
প্যারিস, ৩১ মে, ২০২১ (বাসস) : আগামী মাসে অনুষ্ঠিতব্য ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে ওয়েলসের অন্তর্বর্তীকালীন কোচ রবার্ট পেজ ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষনা করেছেন। যেখানে একেবারে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন মিডফিল্ডার রুবিন কলউইল। কিন্তু পেজের বিবেচনায় স্থান পাননি ওয়েস্ট ব্রুমের ৩২ বছর বয়সী অভিজ্ঞ উইঙ্গার হাল রবসন-কানু।
এবারের মৌসুমে কার্ডিফ সিটির হয়ে ৬টি ম্যাচ খেলেছেন কলউইল। ফেব্রুয়ারিতে সিনিয়র দলের হয়ে অভিষেক হয়েছিল ১৯ বছর বয়সী তরুণ এই মিডফিল্ডারের। কলউইল সম্পর্কে বলতে গিয়ে পেজ বলেছেন, ‘সত্যিকার অর্থেই সে আমাকে অভিভূত করেছে। তার মধ্যে এমন কিছু আছে যা দীর্ঘদিন ধরে আমাদের মধ্যমাঠে অনুপস্থিত ছিল।
এদিকে ইউরো ২০১৬’র অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় রবসন-কানু বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত এক গোল করে এখনো ওয়েলসের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। গত সপ্তাহে পর্তুগালে জাতীয় দলের অনুশীলনে অবশ্য তিনি কোচের আস্থা অর্জন করতে পারেননি।
তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেলই ইউরোতে ওয়েলসকে নেতৃত্ব দিবেন। আগামী ১২ জুন বাকুতে সুইজার‌্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়েলস ইউরো মিশন শুরু করতে যাচ্ছে।
স্কোয়াড :
গোলরক্ষক : ওয়েইন হেনেসি, ড্যানি ওয়ার্ড, এ্যাডাম ডেভিস।
ডিফেন্ডার : ক্রিস গান্টার, বেন ডেভিস, কনর রবার্টস, এথান আমপাডু, ক্রিস মেফাম, জো রডন, জেমস লরেন্স, নিকো উইলিয়ামস, রায়াস নরিংটন-ডেভিস, বেন কাবানগো।
মিডফিল্ডার : এ্যারন রামসে, জো এ্যালেন, জনি উইলিয়ামস, হ্যারি উইলসন, ড্যানিয়েল জেমস, ডেভিড ব্রুকস, জো মরেল, ম্যাট স্মিথ, ডাইলান লেভিট, রুবিন কলউইল।
ফরোয়ার্ড : গ্যারেথ বেল, কিয়েফার মুর, টাইলার রবার্টস।
বাসস/নীহা/১৬৫৫/-স্বব