বাসস দেশ-৬ : করোনায় চট্টগ্রামে ৪ জনের মৃত্যু

114

বাসস দেশ-৬
চট্টগ্রাম-করোনা-মৃত্যু
করোনায় চট্টগ্রামে ৪ জনের মৃত্যু
চট্টগ্রাম, ৩১ মে, ২০২১ (বাসস) : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ১১৯ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। সংক্রমণ হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। সুস্থ হয়েছেন ৩৮৬ জন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, নগরীর আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭০২টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ১১৯ জনের মধ্যে শহরের ৮২ এবং উপজেলায় ৩৭ জন। জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে এখন ৫৩ হাজার ৩৭০ জন। এর মধ্যে শহরের ৪২ হাজার ৫১৭ও গ্রামের ১০ হাজার ৮৫৩ জন।
গতকাল চট্টগ্রামে করোনায় চার রোগি মারা যান। মৃতের সংখ্যা এখন ৬১৮ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৩৮৬ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০ হাজার ৩৮৭ জনে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নেন ৫ হাজার ৭৭৯ জন এবং হোম আইসোলেশেনে থেকে চিকিৎসায় সুস্থ হন ৩৪ হাজার ৬০৮ জন। হোম আইসোলেশনে নতুন যুক্ত হন ৩৫ জন ও ছাড়পত্র নেন ৬৫ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ২১৯ জন।
উল্লেখ্য, গতকালের ৪ জনসহ চলতি মে মাসের ৩০ দিনে চট্টগ্রামে ৯৪ করোনা রোগির মৃত্যু হয়। এ সময়ে সবচেয়ে বেশি ৮ জন মারা যান ৮ মে। মৃত্যুশূন্য ছিল দুই দিন, একজন করে মারা যান পাঁচদিন। গত এপ্রিল মাসে তিনদিন মৃত্যুশূন্য ছিল। পুরো মাসে ১৩৫ জনের মৃত্যু হয়। গতকালও আক্রান্তের চেয়ে আরোগ্যলাভকারীর সংখ্যা প্রায় ৩ গুণ ছিল। নতুন আইসোলেশনের চেয়ে করোনামুক্তির ছাড়পত্র গ্রহীতার সংখ্যাও অনেক বেশি। তবে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষা করে ৩১টিতে করোনাভাইরাস পাওয়া যায়। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ১৩৬ জনের নমুনায় ১৫ জন পজিটিভ শনাক্ত হন। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৬টি নমুনার ২৯টিতে করোনার জীবাণুর অস্তিত্ব মিলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৯ জনের নমুনা পরীক্ষায় ৯ জন জীবাণুবাহক শনাক্ত হন। নগরীর একমাত্র বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৪৬টি নমুনা পরীক্ষা হলে ১৩টিতে করোনার জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়।
নগরীর বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে শেভরনে ১০৯টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৩ জনের নমুনায় ১১ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭ জনের নমুনার মধ্যে ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১টি নমুনা পাঠানো হলে সেটির রেজাল্ট নেগেটিভ আসে।
ইম্পেরিয়াল হাসপাতাল ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এদিন করোনার কোনো নমুনা পরীক্ষা হয়নি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, চবি’তে ১৬ দশমিক ৭৫ শতাংশ, বিআইটিআইডি’তে ১১ দশমিক ০৩, সিভাসু’তে ১৯ দশমিক ৮৬, চমেকে ২৩ দশমিক ০৭, আরটিআরএল-এ ২৮ দশমিক ২৬, শেভরনে ৭ দশমিক ৩৪, মা ও শিশু হাসপাতালে ৩৩ দশমিক ৩৩, মেডিকেল সেন্টারে ৪২ দশমিক ৮৬ এবং কক্সবাজার মেডিকেলে ০ শতাংশ।
বাসস/জিই/কেএস/১৩৫০/-আসাচৌ