পোর্তো, ৩০ মে ২০২১ (বাসস) : চেলসি বনাম ম্যানচেস্টার সিটির মধ্যকার অল-ইংল্যান্ড ফাইনালের মধ্য দিয়ে কাল ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের পর্দা নেমেছে। উত্তেজনাপূর্ণ ফাইনালে শেষ হাসি হেসেছে চেলসি। ফাইনালে জার্মান তারকা কেই হাভার্টজের ৪২ মিনিটের একমাত্র গোলে চেলসির শিরোপা জয় নিশ্চিত হয়।
২০১২ সালে চেলসি প্রথমবারের মত ইউরোপীয়ান সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপা জিতেছিল। কোচ হিসেবে চেলসি বস থমাস টাচেলেরও এটি প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
এবারের মৌসুমে বেশ কিছু প্রতিভাবান গোলদাতাকে খুঁজে পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগ। তবে সবাইকে ছাপিয়ে বরুসিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান তরুণ আর্লিং ব্রত হালান্ডই ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থানটি দখল করে নিয়েছেন। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড নক আউট পর্বে যেতে ব্যর্থ হলেও দলের তারকা ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ড ঠিকই শীর্ষ দশে স্থান করে নিয়েছেন। এবারের তালিকায় শীর্ষ দশে অবশ্য জায়গা হয়নি বার্সেলোনা ও জুভেন্টাসের দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর।
সবচেয়ে আকর্ষনীয় বিষয় হচ্ছে এবারের তালিকায় শীর্ষ দশে থাকা কোন খেলোয়াড়ই ফাইনালে খেলার সুযোগ পাননি।
সর্বোচ্চ গোল করা শীর্ষ ১০ খেলোয়াড় :
র্যাঙ্ক খেলোয়াড় ম্যাচ গোল এসিস্ট ক্লাব
১ আর্লিং ব্রট হালান্ড ৮ ১০ ২ বরুসিয়া ডর্টমুন্ড
২ কিলিয়ান এমবাপ্পে ১০ ৮ ৩ পিএসজি
৩ নেইমার ৯ ৬ ৩ পিএসজি
৪ আলভারো মোরাতা ৮ ৬ ১ জুভেন্টাস
৫ মোহাম্মদ সালাহ ১০ ৬ ১ লিভারপুল
৬ অলিভার গিরুদ ৮ ৬ ০ চেলসি
৭ ইউসেফ এন-নেসরি ৮ ৬ ০ সেভিয়া
৮ মার্কোস রাশফোর্ড ৬ ৬ ০ ম্যানচেস্টার ইউনাইটেড
৯ করিম বেনজেমা ১০ ৬ ০ রিয়াল মাদ্রিদ
১০ আলাসানে প্লি ৮ ৫ ৩ বরুসিয়া মনচেনগ্লাডবাখ