বাসস ক্রীড়া-৮ : বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

90

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-
বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন
ঢাকা, ৩০ মে ২০২১ (বাসস) : টানা নবমবারের মত ঢাকা প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক কোম্পানি ওয়ালটন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবারের ডিপিএল নামকরণ করা হয়েছে- ‘বঙ্গবন্ধু ডিপিএল স্পন্সর বাই ওয়ালটন’।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু ডিপিএলের স্পন্সর হিসাবে ওয়ালটন গ্রুপের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস, বিসিবি পরিচালক ও ঢাকা মহানগরীর ক্রিকেট কমিটি (সিসিডিএম), চেয়ারম্যান কাজী ইনাম, বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম, ওয়ালটনের চিফ বিপণন কর্মকর্তা ফিরোজ আলম, অতিরিক্ত পরিচালক মিল্টন আহমেদ এবং সিসিডিএম সমন্বয়কারী আলী হোসেন উপস্থিত ছিলেন।
ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম বলেন, ‘সোমবার থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। কোভিড-১৯ মহামারীর কারণে গত বছর এক রাউন্ডের পর লিগটি স্থগিত করা হয়েছিল। টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার আমরা টি-টুয়েন্টি ফরম্যাটে লিগ আয়োাজন করছি।’
ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, ‘আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। আমাদেরকে এক দশক ধরে পৃষ্ঠপোষকতার সুযোগ দিয়েছে তারা।’
ঢাকা লিগের স্পন্সশিপের পাশাপাশি টুর্নামেন্টের গুণগত মান বাড়ানোর জন্য ম্যাচ অফিসিয়ালদের (আম্পায়ার, রেফারি) পোষাক দিয়েছে ওয়ালটন। এছাড়াও প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে একটি আকর্ষণীয় ট্রফি এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দলকে একটি ট্রফি দিবে ওয়ালটন।
আগামীকাল (সোমবার) থেকে ১২ টি দলকে নিয়ে ঢাকা লিগ শুরু হবে। ঢাকার সেরা ক্লাবগুলো লড়াই করবে তিনটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো- মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি-৩ এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে।
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। এবার পুরো মৌসুমে জাতীয় দলের ক্রিকেটাররা খেলার সুযোগ পাচ্ছেন। তাই এবারের আসরটি উত্তেজনাপূর্ণ হবে বলেই ধারনা করা হচ্ছে।
কোভিড-১৯-এর কারণে, ২০২০ সালের মার্চ মাসে এক রাউন্ড হবার পর ডিপিএল স্থগিত করা হয়েছিলো। স্থগিত লীগটি আয়োজন করায়, দল পরিবর্তন করা হয়নি। তবে ওয়ানডে ফরম্যাটের পরিবর্তে এবার টি-টুয়েন্টি ফরম্যাটে খেলা হবে।
বাসস/এএমটি/১৬২০/স্বব