চীনের কার্গো স্পেস ক্রাফট কক্ষপথে মহাকাশ স্টেশনের মডিউলের সঙ্গে ভিড়েছে

1936

বেইজিং,৩০ মে, ২০২১ (বাসস ডেস্ক) : চীনের একটি কার্গো স্পেস ক্রাফট সরঞ্জাম ও সরবরাহ নিয়ে রবিবার দেশটির নির্মিয়মান ভবিষ্যৎ মহাকাশ স্টেশনের মূল মডিউলের সঙ্গে ভিড়েছে।
সিনহুয়া জানায়, লং মার্চ ৭ রকেটের মাধ্যমে শনিবার দিনের শেষে দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের ওয়েনচাং উৎক্ষেপণ সাইট থেকে খাদ্য,যান্ত্রিক সরঞ্জাম এবং জ্বালানি ভর্তি তিয়ানঝু-২ কার্গো স্পেস ফ্লাইট মহাকাশ স্টেশনের উদ্দেশে পাঠানো হয়।
বেইজিং সময় ভোর ৫টা ১ মিনিটে (২১০১ জিএমটি, শনিবার) এটি স্পেস স্টেশনের তিয়ানহি কোর মডিউলের সঙ্গে ডকিং সম্পন্ন করে।
কক্ষপথে স্থাপিত তিয়ানগং বা “হ্যাভেনলি প্যালেস” নামে স্পেস স্টেশনটিতে যান্ত্রিক এ্যসেম্বেলিং করে পূর্ণাঙ্গ রুপ দিতে চীনের এধরণের প্রায় ১০টি কার্গো মিশন পাঠাতে হবে। চায়না ম্যানেড স্পেস এজেন্সি (সিএমএসএ) এ কথা জানায়।
আশা করা হচ্ছে ২০২২ সালে স্পেস স্টেশনটি পুরোপুরি চালু হবে। ২০২৮ সালে বর্তমান আন্তর্জাতিক স্পেস স্টেশনের কার্যকালের মেয়াদ শেষ হবে, এরপরে তিয়ানগংই হবে কক্ষপথে মানুষের একমাত্র আউটপোস্ট।