ফাইনাল খেলতে ২ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে কোহলিরা

237

নয়া দিল্লি, ২৯ মে ২০২১ (বাসস) : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে আগামী ২ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে ভারতীয় ক্রিকেট দল।
৩ জুন ইংল্যান্ডে পৌঁছাবে বিরাট কোহলির দল। বিমানবন্দর থেকে হ্যাম্পশায়ারের হোটেলে উঠবে দল। সেখানে করোনা পরীক্ষা হবে তাদের। এরপর কোয়ারেন্টাইনে প্রবেশ করবে কোহলি-রোহিতরা।
কোয়ারেন্টাইনে থাকলেও, অনুশীলন করতে পারবে ভারত। প্রথমে ছোট-ছোট দলে এবং পরে পুরো দলে অনুশীলন করবে তারা।
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) জানিয়েছে, জৈব সুরক্ষা বলয় কোনও ভাবেই ভাঙা যাবে না। হোটেল এবং মাঠের বাইরে কোথাও যাওয়ার অনুমতি নেই ভারতীয় দলের। কোয়ারেন্টাইন শেষে আবারো করোনা পরীক্ষা হবে কোহলিদের। সেখানে নেগেটিভ এলে, সকলে একত্রে অনুশীলন করতে পারবে।
আগামী ১৮ জুন সাউদাম্পটনে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল। সেখানে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ইতোমধ্যে ইংল্যান্ড পৌঁছেছে কিউইরা। ফাইনালের আগে ২ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড।