মিরাজকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারী চামিরা

239

ঢাকা, ২৯ মে ২০২১ (বাসস) : বাংলাদেশ বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন শ্রীলংকা দলের পেসার দুশমন্থ চামিরা।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৬ রানে ৫ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান তিনি। ৩ ইনিংসে ৯ উইকেট নেন চামিরা।
শেষ ম্যাচের আগে সর্বোচ্চ উইকেট ছিলো সদ্যই আইসিসি বোলিং র‌্যাংকিংএ দ্বিতীয়স্থানে উঠা বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজের। কিন্তু শেষ ম্যাচে উইকেটশুন্য ছিলেন তিনি। ৩ ইনিংসে ৭ উইকেট মিরাজের।
৬ উইকেট নিয়ে শিকারীর তালিকায় তৃতীয়স্থানে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সিরিজে ৪টি করে উইকেট নিয়েছেন শ্রীলংকার বাঁ-হাতি স্পিনার লক্ষণ সান্দাকান ও বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী শীর্ষ পাঁচ বোলার :
বোলার ম্যাচ ওভার রান উইকেট গড় ইকোনমি
দুশমন্থ চামিরা (শ্রীলংকা) ৩ ২৬.১ ৯৯ ৯ ১১.০০ ৩.৭৮
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) ৩ ৩০.০ ১০৬ ৭ ১৫.১৪ ৩.৫৩
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৩ ২৫.০ ৯৭ ৬ ১৬.১৬ ৩.৮৮
লক্ষন সান্দাকান (শ্রীলংকা) ৩ ২০.০ ১০৯ ৪ ২৭.২৫ ৫.৪৫
তাসকিন আহমেদ (বাংলাদেশ) ৩ ২৬.০ ১৩৫ ৪ ৩৩.৭৫ ৫.১৯