বাসস দেশ-২৭ : সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

208

বাসস দেশ-২৭
সাতক্ষীরা-বিভাগীয় কমিশনার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
সাতক্ষীরা, ২৮ মে ২০২১ (বাসস): জেলার শ্যামনগর উপজেলায় আজ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ও নদী ভাঙ্গন উপদ্রুত এলাকা পরিদর্শন এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গতদের সাথে মতবিনিময় করছেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।
আজ শুক্রবার বিকাল ৩টায় উপজেলার পদ্মপুকুরের ঝাপা সাইক্লোন সেল্টারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিনুল ইসলাম, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বিভাগীয় কমিশনার দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারী সহায়তার প্রতিশ্রুতি দেন।তিনি দ্রুত বেড়িবাঁধ নির্মাণেরও আশ্বাস দেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২০২০/-এমকে