স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা সরাসরি (ইনপার্সন) ও অনলাইন পদ্ধতিতে নেওয়া যাবে

1914

ঢাকা, ২৮ মে, ২০২১ (বাসস): স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা সরাসরি (ইনপার্সন) ও অনলাইন পদ্ধতিতে নেওয়ার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বৃহষ্পতিবার ২৭ মে সব বিশ্ববিদ্যালয়কে ইউজিসি’র দেওয়া এ সংক্রান্ত চিঠিতে পরীক্ষার বিষয়ে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দেশে বিরাজমান করোনা ভাইরাস পরিস্থিতির বিবেচনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম চালু রাখতে ইউজিসি এই পদ্ধতির পরীক্ষার বিষয়ে অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য,করোনা পরিস্থিতির কারণে গতবছর ২০২০ সালের ১৭ মার্চ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে।