বাসস দেশ-২৫ : মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা নিহত

136

বাসস দেশ-২৫
হামলায়-মুক্তিযোদ্ধা-নিহত
মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা নিহত
চট্টগ্রাম, ২৮ মে, ২০২১ (বাসস) : জমি সংক্রান্ত বিরোধের জেরে চট্টগ্রামের মিরসরাইয়ের ওসমানপুরে প্রতিপক্ষের হামলায় মো. শাহজাহান (৭৫) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে ওসমানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ রেহান উদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওসমানপুরের রেহান উদ্দিন হাজী বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের সঙ্গে প্রতিবেশী নুরুল হুদা দুলাল, তাজুল ইসলাম প্রকাশ রাজা মিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
শুক্রবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বিরোধপূর্ণ জায়গায় মাটি কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা করে। এ সময় গুরুতর আহত হয়ে পড়েন শাহজাহান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন। সেখানে তিনি মারা যান।
নিহতের ভাতিজা সোহেল মোস্তফা বলেন, আমাদের জায়গা নিয়ে প্রতিপক্ষের সাথে ঝামেলা আছে। আজ ওই জায়গায় আমার চাচা গেলে নুরুল হুদা দুলাল, তাজুল ইসলাম প্রকাশ রাজা মিয়া, রণি, রানা ও শেখ পলাশ তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। চট্টগ্রাম মেডিকেলে নেয়ারন পর মারা যান।
চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, জমি সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনায় আহত মুক্তিযোদ্ধা মো. শাহজাহানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল গেছে। খুনের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। #
বাসস/জিই/কেএস/১৯৩৫/-কেকে+