বাসস ক্রীড়া-৯ : তাসকিনের হাফ-সেঞ্চুরি

114

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-তাসকিন
তাসকিনের হাফ-সেঞ্চুরি
ঢাকা, ২৮ মে ২০২১ (বাসস) : ওয়ানডে ক্রিকেটে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লংকানদে বিপক্ষে ৯ ওভারে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এ ইনিংসের মাধ্যমে ওয়ানডেতে তাসকিনের শিকারের সংখ্যা এখন ৫২টি।
এ ম্যাচের আগে তাসকিনের ওয়ানডে পরিসংখ্যান ছিলো ৩৮ ম্যাচে ৪৮ উইকেট। ৫০তম উইকেটের স্বাদ নিতে ৩৯ ম্যাচ লাগলো তাসকিনের। দ্রুত ৫০ উইকেট শিকারের তালিকায় বাংলাদেশের পক্ষে যৌথভাবে তৃতীয়স্থানে আছেন তাসকিন। তার পাশেই আছেন সাবেক বা-হাতি পেসার সৈয়দ রাসেল।
এই তালিকায় সেরার কাতারে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে মাত্র ২৭ ম্যাচ খেলেছিলেন ফিজ। দ্বিতীয় দ্রুততম উইকেট বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাকের। ৩২তম ম্যাচে ৫০ উইকেট শিকার করেন রাজ্জাক।
বাসস/এএমটি/১৭১৫/স্বব