উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সাম্প্রতিক বিজয়ীরা

238

পোর্তো (পর্তুগাল) ২৮ মে, ২০২১ (বাসস/এএফপি): চ্যাম্পিয়ন্স লিগের অল ইংলিশ ফাইনালে আগামী কাল চেলসির মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি।
এস্তাদিও দো ড্রগাওয়ে ভেন্যুতে মোট ধারণ ক্ষমতার ৩৩ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পর্তুগাল কর্তৃপক্ষ। ফলে ৬ হাজার ক্লাব সমর্থক সহ সর্বমোট ১৬ হাজার ৫০০ দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলার দেখার সুযোগ পাচ্ছে।
এই মৌসুমের ফাইনালের আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সাম্প্রতিক বিজয়ীরা:
২০১৯-২০: বায়ার্ন মিউনিখ (জার্মানি)
২০১৮-১৯: লিভারপুল (ইংল্যান্ড)
২০১৭-১৮: রিয়াল মাদ্রিদ (স্পেন)
২০১৬-১৭: রিয়াল মাদ্রিদ (স্পেন)
২০১৫-১৬: রিয়াল মাদ্রিদ (স্পেন)
২০১৪-১৫: বার্সেলোনা (স্পেন)
২০১৩-১৪: রিয়াল মাদ্রিদ (স্পেন)
২০১২-১৩: বায়ার্ন মিউনিখ (জার্মানি)
২০১১-১২: চেলসি (ইংল্যান্ড)
২০১০-১১: বার্সেলোনা (স্পেন)
২০০৯-১০: ইন্টার মিলন (ইতালি)
২০০৮-০৯: বার্সেলোনা (স্পেন)
২০০৭-০৮: ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড)
২০০৬-০৭: এসি মিলান (ইতালি)
২০০৫-০৬: বার্সেলোনা (স্পেন)
সর্বাধিক ইউরোপীয় কাপ / চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব
রিয়াল মাদ্রিদ (স্পেন): ১৩ (১৯৫৬, ১৯৫৭, ১৯৫৮, ১৯৫৯, ১৯৬০, ১৯৬৬, ১৯৯৮, ২০০০, ২০০২, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮)
এসি মিলান (ইতালি) – ৭ (১৯৬৩, ১৯৬৯, ১৯৮৯, ১৯৯০, ১৯৯৪, ২০০৩, ২০০৭)
লিভারপুল (ইংল্যান্ড) – ৬ (১৯৭৭, ১৯৭৮, ১৯৮১, ১৯৮৪, ২০০৫, ২০১৯)
বায়ার্ন মিউনিখ (জার্মানি) – ৬ (১৯৭৪, ১৯৭৫, ১৯৭৬, ২০০১, ২০১৩, ২০২০)
বার্সেলোনা (স্পেন) – ৫ (১৯৯২, ২০০৬, ২০০৯, ২০১১, ২০১৫)
আয়াক্স (হল্যান্ড) – ৪ (১৯৭১, ১৯৭২, ১৯৭৩, ১৯৯৫)