টেস্ট চ্যাম্পিয়ননশীপ ফাইনাল: দুই নিয়ম নিয়ে এগুচ্ছে আইসিসি

463

দুবাই, ২৮ মে, ২০২১ (বাসস) : আগামী ১৮ জুন সাউদাম্পটনে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ঐ টেস্টের ফল ড্র বা টাই হলে, কি হবে, তা জানালো ক্রিকেটের নিয়ন্ত্রন সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
দু’টো নিয়মের উপর জোর দিয়েছে (আইসিসি)। এক, ফাইনাল ড্র বা টাই হলে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
দুই, ঐ সময় ইংল্যান্ডে বৃষ্টির সম্ভবনা রয়েছে। এতে যদি সময় নষ্ট হয়, তবে ষষ্ঠ দিনে খেলা হবে। ফলে পাঁচ দিনের টেস্ট ছয়দিন হবে। অর্থাৎ, ২২ জুনের পরও ২৩ জুন অতিরিক্ত দিন হিসেবে রাখা হয়েছে।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘ইংল্যান্ডে এই সময় বৃষ্টির সম্ভবনা থাকলেও আমরা পাঁচ দিনে অন্তত ৩০ ঘণ্টা খেলানোর চেষ্টা করবো। কিন্তু আবহাওয়া কিংবা অন্য কারণে সময় নষ্ট হলে ষষ্ঠ দিনে খেলা হবে। আর ম্যাচ ড্র বা টাই হলে, দু’দলকে চ্যাম্পিয়ন করা হবে। দু’টো দল যাতে সমান সুবিধা পায় তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কোন বল দিয়ে খেলা হবে সেটিও জানালো আইসিসি। ‘গ্রেড ওয়ান’ ডিউক বল দিয়ে শিরোপা নির্ধারনী ম্যাচটি হবে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পদ্ধতি নিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ছাড়াও অনেক দল অখুশি। তাই আগামী মৌৗসুমের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পদ্ধতি নিয়ে আবারো আলোচনা করা হবে। আগামী ১ জুনের বৈঠকে পরের আসর নিয়ে সিদ্বান্ত নিবে আইসিসি।