দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে

1097

ঢাকা, ২৮ মে, ২০২১ (বাসস) : রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসাথে রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, ঊড়িষ্যা ও তৎসংলগ্ন ঝাড়খন্দ এলাকায় অবস্থানরত গভীর নি¤œচাপটি আরো উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে নি¤œচাপ এবং পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে আজ সকাল ৬টায় বিহার ও উত্তর প্রদেশে পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল ও গুরুত্বহীন হয়ে যেতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা১২ মিনিটে।