পল্লী দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ৬২ বছর পার করলো বার্ড

202

কুমিল্লা, ২৮ মে, ২০২১ (বাসস) : পল্লী দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৯৫৯ সালের ২৭ মে বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. আখতার হামিদ খান পল্লী উন্নয়ন একাডেমি যাত্রা শুরু করেন। কুমিল্লা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে লালমাই পাহাড় সংলগ্ন প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত কোটবাড়ীতে ১৫৬ একর জমির উপর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রতিষ্ঠা করা হয়।
বার্ড সূত্র জানায়, বার্ড এর প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ২ হাজার ৯৯০টি বিভিন্ন মেয়াদে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও অবহিতকরণ কর্মসূচির মাধ্যমে সরকারি বেসরকারি জনপ্রতিনিধি, দেশী বিদেশী উন্নয়ন সম্পৃক্ত ব্যক্তিত্ব ৩ লাখ ১০ হাজার ২০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বর্তমান সরকারের ২০০৯ হতে ২০২০ সালের মধ্যে বার্ড সরকারি ও উন্নয়ন গবেষণা সহযোগী সংস্থাসমূহের সহায়তায় ২৮টি প্রায়োগিক গবেষণা, ৩টি প্রকল্প এবং ১৩টি প্রায়োগিক গবেষণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে দরিদ্র জনগোষ্ঠী উপকারভোগী ৩ লাখ ৩২ হাজার ৯৫২ জন।
পল্লী উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৮৬ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেছে।
একাডেমির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খানের গতিশীল নেতৃত্বে কুমিল্লা কোতয়ালী থানায় অসহায় দরিদ্র শ্রমজীবী লোকদের ভাগ্য উন্নয়নে আর্থ সামাজিক পূনর্বাসনে প্রাথমিক অবস্থায় কোতয়ালী থানা কো-অপারেটিভ সোসাইটি গঠন করে কুমিল্লা মডেল হিসেবে প্রশিক্ষণ গবেষণা ও প্রায়োগিক গবেষণা কর্মসূচি চালু করার মধ্যদিয়ে ধীরে-ধীরে একাডেমি বিকশিত হতে থাকে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) বর্তমানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। একাডেমি প্রতিষ্ঠার পর থেকে প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার উদ্ভাবনী সফলতায় এশিয়া মহাদেশের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান হিসেবে দেশ বিদেশে একাডেমির সুখ্যাতি রয়েছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় এমডিজি, এসডিজি, ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমূহ বার্ডের সার্বিক কার্যক্রমের অংশ হিসেবে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভূক্ত রয়েছে।
গতকাল ২৭ মে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় । করোনা মহামারীতে সীমিত পর্যায়ে একাডেমির জামে মসজিদে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়ার মাহফিল পরিচালনা করেন বার্ড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মোশারফ হোসেন আশরাফী। অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক মো. শাহজাহান এবং কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন।