৯৫ শতাংশ ভোট পেয়ে ফের নির্বাচিত হলেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

230

দামেস্ক, ২৮ মে, ২০২১ (বাসস ডেস্ক) : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রদত্ত ভোটের ৯৫.১ শতাংশ পেয়ে ফের নির্বাচিত হয়েছেন। বিরোধী দল ও পশ্চিমা দেশগুলো নির্বাচনের ব্যাপক সমালোচনার পর পার্লামেন্ট স্পিকার বৃহস্পতিবার এমন ফলাফল ঘোষণা করেন। খবর এএফপি’র।
বুধবারের নির্বাচনের সরকারি ফলাফল অনুযায়ী, অপর দুই প্রেসিডেন্ট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আব্দাল্লাহ সালুম আব্দাল্লাহ ও তথা-কথিত ‘পাতানো বিরোধী দলের’ সদস্য মাহমুদ মার্হি যথাক্রমে ১.৫ ও ৩.৩ শতাংশ ভোট পেয়েছেন।
পার্লামেন্ট স্পিকারের দেয়া তথ্য অনুযায়ী, ২০১১ সালের পর যুদ্ধবিধ্বস্ত দেশটির ১ কোটি ৪২ লাখ মানুষ এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে মোট ৭৬.৬৪ শতাংশ ভোট পড়ে।
দেশটির দুই তৃতীয়াংশ অঞ্চল সরকারের নিয়ন্ত্রণে চলে আসার পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।
সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে এটি ছিল দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচন। এখন পর্যন্ত এ যুদ্ধে ৩ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
সরকারি ফলাফল অনুযায়ী, ২০১৪ সালের নির্বাচনে আসাদ ৮৮ শতাংশ ভোট পেয়েছিলেন।
বুধবারের নির্বাচন ‘অবাধ ও নিরপেক্ষ’ হয়নি পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ আসাদ নাকচ করে দিয়েছেন।
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি দেশটির নির্বাচনের প্রক্রিয়াকে ‘অবৈধ’ হিসেবে অভিহিত করে এমন নির্বাচন ব্যবস্থার নিন্দা জানিয়েছে।