বাসস দেশ-২ : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন উদ্বোধন

113

বাসস দেশ-২
ভবন-উদ্বোধন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন উদ্বোধন
বগুড়া, ২৮ মে, ২০২১ (বাসস) : জেলার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও উপজেলায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এছাড়াও গতকাল তিনি নির্মাণাধীন কয়েকটি ভবন পরিদশর্ন করেন।
দুপচাঁচিয়া সহকারি কমিশনার ভূমি আবু সালেহ মো. হায়াৎ জানান, আমার বাড়ি আমার খামারের দোতলার সম্প্রসারিত ভবন নির্মাণে ব্যায় হয়েছে ১০ লাখ টাকা এবং ৩ কোটি ৫৯ লাখ টাকা ব্যায়ে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়।
এ সময় জেলা প্রশাসক দুপচাঁচিয়ায় নির্মাণাধীন ২ কোটি ৯৪ লাখ টাকা ব্যায়ে গুনাহার তালুজ দ্বিতল বাজার, গুনাহার ইউনিয়নের কাজ, কমিউনিটি ভবনের কাজের অগ্রগতির পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকার এখন শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামে নিয়ে যেতে চান। প্রধানমন্ত্রী দেশে সুসম উন্নয়নে বিশ^াসী। আমার বাড়ি আমার খামারের মাধ্যমে গ্রামের মানুষ সাবলম্বী হতে পারে সে জন্য সরকার সব রকমের ব্যবস্থা নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/১০৫০/কেজিএ