বাংলাদেশী স্পিনারদের প্রশংসায় আর্থার

693

ঢাকা, ২৭ মে ২০২১ (বাসস) : স্পিন বোলিংএর বিপক্ষে দক্ষ হবার পরও বাংলাদেশী স্পিনারদের কাছে শ্রীলংকার ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ দেখে বিস্মিত লংকার কোচ মিকি আর্থার।
চলমান তিন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে শ্রীলংকান ব্যাটসম্যানদের ওপড় ছড়ি ঘুড়িয়ে বল হাতে ১০ উইকেট নিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। এরমধ্যে সাত উইকেটই মিরাজের।
মিরাজ-সাকিবের দুর্দান্ত পারফরমেন্সে শ্রীলংকার বিপক্ষে তিন ফরম্যাটের মধ্যে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
আর্থার জানান, স্পিনারদের বিপক্ষে চাপে থাকায় লড়াই করতে পারেনি ব্যাটসম্যানরা। তবে হোয়াইটওয়াশ এড়াতে চাইলে সকলকে ভালো করতে হবে।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলনের পর আর্থার বলেন, ‘আমরা স্পিনারদের বিপক্ষে খেলতে পারিনি, যা আমাকে অনেক বেশি অবাক করেছে।’
তিনি আরও বলেন, ‘নেট যখন আমি ব্যাটসম্যানদের দেখি তারা সম্পূর্ণ আলাদা। চাপ কিংবা ব্যর্থতা যেটাই হোক না কেন এগুলো আপনাকে মনের মধ্যে নিতে হবে। তারা সবাই খুব দক্ষ ব্যাটসম্যান, বিশেষভাবে স্পিনের বিপক্ষে। তারা এখনও নিজেদের সেরাটা দেখাতে পারেনি, তবে আমি আগামীকাল তাদের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করছি।’
তিনি আরও বলেছেন, ‘আমরা নিজেদের আরও ভালোভাবে তৈরি করছি। আমি প্রতিবার অনুশীলনে খেলোয়াড়দের বলি, আমাদের আরও ভাল করতে হবে। আমরা খেলোয়াড়দের ম্যাচের মধ্যে রাখতে চাই, যাতে তারা আরও ভালো খেলোয়াড় হতে পারে। আমাদের এখানে একটি প্রতিভাবান পুল রয়েছে। দল নির্বাচনে ধারাবাহিকতা এবং তাদের পারফরমেন্সের প্রতি আস্থা রাখতে হবে।’
যদিও শেষ দুই ম্যাচ হেরেছে শ্রীলংকা। তবে বাংলাদেশকে কঠিন পরিস্থিতির মধ্যে তারা ফেলেছিলো কিন্তু সেটি ধরে রাখতে পারেনি। শ্রীলংকার অধিনায়ক কুশল পেরেরার মতে, ব্যাটিং লাইন আপের অভিজ্ঞতা না থাকায় তারা লড়াই করতে পারেনি।
সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে নামে শ্রীলংকা। এমনকি দলে থাকা আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান নিরোশান ডিকবেলাকেও প্রথম দুই ম্যাচের একাদশে দেখা যায়নি।
আর্থার জানান, ২০২৩ সালের বিশ্বকাপে দল তৈরির চেষ্টা করা হচ্ছে, এজন্য সব পজিশনের জন্য পর্যাপ্ত বিকল্প তৈরি করতে আগ্রহী তারা।
তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে ২০২৩ বিশ্বকাপ দল প্রস্তুত করা।কারও জন্য দলের প্রবেশের দরজার বন্ধ হয়ে যায়নি। অবশ্যই পারফরমেন্সের উপর ভর করে যে কোনও সময় কিছু সিনিয়র খেলোয়াড় ফিরে আসতে পারেন।’
তিনি আরও বলেন, ‘ আমরা আমাদের দলে গভীরতা তৈরি করার চেষ্টা করছি। প্রত্যেকে একে অপরের উপর চাপ সৃষ্টি করে, যাতে তারা সেরা হতে পারে। এটি একটি তরুণ দল, ২০২৩ সালের জন্য তৈরি করা হচ্ছে।’
আর্থার বলেন, ‘টপ-অর্ডার ডিকবেলার পছন্দের পজিশন। অধিনায়কও সেটি চান। আগামীকাল আমাদের অন্যান্য বিকল্পগুলোর দিক নজর রাখতে হবে। আগামীকাল ডিকবেলার খেলার সম্ভাবনা রয়েছে।’