বাসস দেশ-৬৭ : আট বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

138

বাসস দেশ-৬৭
আবহাওয়া-আপডেট
আট বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
ঢাকা, ২৭ মে, ২০২১ (বাসস) : আট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর উপকূলীয় উড়িষ্যা ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরো উত্তর দিকে এগিয়ে ও দুর্বল হয়ে আজ বিকাল ৬ টায় নি¤œচাপ হিসেবে ঝাড়খান্ড ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে এটি আরো উত্তরদিকে এগিয়ে ক্রমে দুর্বল হচ্ছে।
দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে,কমতে পারে রাতের তাপমাত্রা।
আগামী দুইদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত কমতে পারে। অপরদিকে, বর্ধিত পাঁচদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকায় শুক্রবার সূর্যোদয় ভোর ৫ টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪১ মিনিটে।
বাসস/সবি/এসএস/২২২৫/এবিএইচ