তৃতীয় ওয়ানডেতে সাকিবের জ্বলে উঠার অপেক্ষায় মাহমুদুল্লাহ

213

ঢাকা, ২৭ মে ২০২১ (বাসস) : প্রত্যাশা অনুযায়ী এখনো পারফরমেন্স করতে পারেননি সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে মাহমুদুল্লাহ রিয়াদের মতে সাকিবের ফর্ম নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই।
দুই সিরিজ পর আবারো জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন সাকিব। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। প্রথম ম্যাচে ১৫ রান ও ১ উইকেট নেন সাকিব। বৃষ্টি বিঘিœত দ্বিতীয় ম্যাচে শুন্য রান ও বল হাতে ২ উইকেট নেন তিনি।
তারপরও মুশফিকুর রহিম-মাহমুদুল্লাহর ব্যাটিং এবং মেহেদি হাসান মিরাজের বোলিং নৈপুন্যে প্রথম দুই ম্যাচই জিতেছে বাংলাদেশ।
মাহমুদুল্লাহ বলেন, ‘সাকিবকে নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই। তি নিজের খেলা সর্ম্পকে অবগত। তিনি জানেন কি করতে হবে এবং কি করা দরকার। এটি কোনও রসিকতা নয়, ১০-১২ বছর ধরে কোন খেলোয়াড় এক নম্বর অলরাউন্ডার হয়ে আছেন!’
তিনি আরও বলেন, ‘প্রথম ম্যাচে ভালো শুরুর পর তা ধরে রাখতে পারেনি সে। তবে আমি নিশ্চিত, আগামীকাল সে বড় ইনিংস খেলবে।’
ওয়ানডে ফরম্যাটে আরও দু’টি নয়া রেকর্ড গড়তে ১টি উইকেট প্রয়োজন সাকিবের। একটি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী এবং অন্যটি এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড। বর্তমানে ২৬৯ উইকেট নিয়ে মাশরাফি বিন মর্তুজার সাথে সমান অবস্থানে আছেন সাকিব। আর একটি ভেন্যুতে ১২২ উইকেট নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের সমান সাকিব।
আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচে ১টি উইকেট পেলেই মাশরাফি ও আকরামকে টপকে নয়া রেকর্ড গড়বেন সাকিব।