বাসস দেশ-৫৩ : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন প্রফেসর মোস্তাক হোসেন

121

বাসস দেশ-৫৩
রাজশাহী-মেডিকেল-ভিসি
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন প্রফেসর মোস্তাক হোসেন
ঢাকা, ২৭ মে, ২০২১ (বাসস): সরকার ঢাকা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ডা. এ জেড এম মোস্তাক হোসেনকে ৪ বছর মেয়াদে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ দিয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদন অনুযায়ী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইন-২০১৬ এর ১২(১) ধারা মোতাবেক ডা. মোস্তাক হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগ আদেশ ডা. মোস্তাক হোসেনের যোগদানের দিন থেকে কার্যকর হবে।
তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের আগে সর্বশেষ প্রাপ্ত বেতনের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর গ্রামে জন্মগ্রহণকারী প্রফেসর মোস্তাক হোসেন আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাদারীপুর থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং এমএনএ ডা. এমএ কাশেমের তৃতীয় পুত্র।
তার এক বোন, বড় দুই ভাই এবং স্ত্রীও চিকিৎসক। প্রফেসর মোস্তাক হোসেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
বাসস/সবি/এমকেডি/আরজি/২১৩৫/-শআ