বাসস ক্রীড়া-১৪ : জাপানের ‘নিরাপদ ও সুরক্ষিত’ অলিম্পিক আয়োজনে ইইউ’র সমর্থন

113

বাসস ক্রীড়া-১৪
অলিম্পিক-জাপান-ভাইরাস-কুটনীতি
জাপানের ‘নিরাপদ ও সুরক্ষিত’ অলিম্পিক আয়োজনে ইইউ’র সমর্থন
ব্রাসেলস, ২৭ মে ২০২১ (বাসস/এএফপি): কোভিড-১৯ মাহামারির কারণে বিভিন্ন মহল বাতিলের আহ্বান জানালেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপান বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে যে তারা ‘নিরাপদ ও সুরক্ষিত’ অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে।
ইইউ’র প্রধান উরসুলা ফন ডার লিয়েন ও চার্লস মিশেলের সঙ্গে জাপানী প্রধানমন্ত্রী ইয়োসিহিদে সুগার মধ্যে এক ভার্চুয়াল সম্মেলনের পর দুই পক্ষের এক যৌথ বিবৃতিতে বলা হয়,‘ নিরাপদ সুরক্ষার মধ্যে টোকিওর অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনে ইইউর পুর্ন সমর্থন রয়েছে।
কোভিডের সংক্রমন বেড়ে যাওয়ায় জাপানের বিভিন্ন অঞ্চলে বর্তমানে জরুরি অবস্থা জারি রয়েছে। জাপানের জনগনের বড় একটি অংশ অলিম্পিক গেমসটি স্থগিত করার পক্ষে। মেডিকল গ্রুপ সতর্ক করে দিয়ে বলেছে বিশাল এই গেমসটি জাপানে ব্যাপক হারে নতুন ভ্যারেনের সংক্রমন হতে পারে। দেশটির চতুর্থ ওয়েভের সঙ্গে লড়তে হচ্ছে।
বাসস/এএফপি/এমএইচসি/২০২০/স্বব