রফিকুল ইসলাম মাদানী তিন দিনের রিমান্ডে

157

ঢাকা, ২৭ মে, ২০২১ (বাসস) : রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় রফিকুল ইসলাম মাদানীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ভার্চুয়াল আদালতে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ড মঞ্জুর করেন।
ভার্চুয়ালের মাধ্যমে কারাগার থেকে তাকে আদালতে হাজির দেখানো হয়। এরপর পল্টন থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো এবং সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। আদালত তার গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এরআগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের ভার্চুয়াল আদালতে তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রফিকুল ইসলামকে ভার্চুয়ালি আদালতে উপস্থিত দেখানো হয়। এরপর আদালত এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তার রিমান্ড শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে আছেন। তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা করা হয়েছে।