শিশুদের জনপ্রিয় ক্লাসিক বইয়ের লেখক এরিক চার্লির মৃত্যু

987

ওয়াশিংটন, ২৭ মে, ২০২১ (বাসস ডেস্ক) : শিশুদের জনপ্রিয় ক্লাসিক “দ্য ভেরি হাংরি ক্যাটারপিলার” বইয়ের লেখক ও ইলাসট্রেটর এরিক চার্লি ৯১ বছর বয়সে মারা গেছেন। বুধবার তার অফিসিয়াল ইনস্ট্রগ্রামে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বইটি প্রথম ১৯৬৯ সালে প্রকাশিত হয়, বইটিতে একটি শুঁয়োপোকার বৃত্তান্ত তুলে ধরা হয়েছে, শুঁয়োপোকাটি শেষ পর্যন্ত প্রজাপতিতে পরিণত হওয়ার আগের সপ্তাহে বিভিন্ন দিনে ভিন্ন ভিন্ন খাবার গ্রহন করে।
এটি অসাধারণ শিল্পকর্ম এবং অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, ২২৪ শব্দের এই বইটি বিশ্বের ৬৬টি ভাষায় অনুদিত হয়েছে এবং ৫ কোটি কপির বেশী বই বিক্রি হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “দ্য ভেরি হাংরি ক্যাটারপিলার এবং অন্যান্য জনপ্রিয় ক্লাসিকের লেখক, ইলাসট্রেটর বিশাল হৃদয়ের অধিকারী এরিক চার্লি ৯১ বছর বয়সে ২৩ মে মারা গেছেন।”
‘দ্য গ্রোচি লেডিবাগ’ ‘দ্য ভেরি বিজি স্পাইডার’ এবং ‘দ্য ভেরি লনলি ফায়ারফ্লাই’সহ শিশুদের জন্য ৭০ টি বই লিখেছেন এবং ইলাসট্রেশন করেছেন।