বাসস দেশ-১৩ : শাহজালালে ৩৫ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ এক যাত্রী আটক

150

বাসস দেশ-১৩
স্বর্ণ জব্দ-আটক
শাহজালালে ৩৫ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ এক যাত্রী আটক
ঢাকা, ৩১ আগস্ট, ২০১৮ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪টি স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কারসহ সালাউদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
এসময় ওই যাত্রীর রেক্টাম’র (পায়ুপথ) ভেতর রাখা ৪৬৪ গ্রাম ওজনের ৪পিস স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। জব্দকৃত সোনার মোট ওজন ৫৬৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. শহিদুল ইসলাম আজ বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে সালাউদ্দিন নামে এক যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল ওই যাত্রীকে আটক করে। একপর্যায়ে ওই যাত্রী তার কাছে কোন স্বর্ণ নেই বলে জানায়। পরে তার পায়ুপাথে স্বর্ণ বহনের কথা স্বীকার করে।
শুল্ক গোয়েন্দারা জানান, এসব স্বর্ণ ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। আটককৃত যাত্রী মো. সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৭৩০/-কেকে