বাসস দেশ-১ : জয়পুরহাটে কৃষি উন্নয়নে ভরাট খাল পুনঃখনন কাজের উদ্বোধন

129

বাসস দেশ-১
খাল-খনন
জয়পুরহাটে কৃষি উন্নয়নে ভরাট খাল পুনঃখনন কাজের উদ্বোধন
জয়পুরহাট, ২৭ মে, ২০২১ (বাসস)ঃ জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে কৃষিকাজের উন্নয়ন কল্পে জয়পুরহাট কালাই উপজেলায় ৪ দশমিক ৫ কিলোমিটার নুনগোলা ভরাট খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
কৃষি মন্ত্রণায়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) জয়পুরহাট প্রকৌশল বিভাগ বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা সেচ প্রকল্পের আওতায় এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ নুনগোলা ভরাট খাল পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ১৮ লাখ টাকা। বৃহষ্পতিবার সকাল ১০টায় জয়পুরহাট বিএডিসি সেচ প্রকৌশল বিভাগের আয়োজনে এ খাল পুন: খনন কাজের উদ্বোধন করেন কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা কাজল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএডিসি (সেচ) জয়পুরহাট জেলার সহকারী প্রকৌশলী মতিউর রহমান, সদর উপজেলা প্রকৌশলী ফিরোজ আনোয়ার, কালাই ইউনিটের সহকারি প্রকৌশলী আবু তারেক, কালাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান নয়ন, রব্বানী তালুকদার প্রমূখ।
কালাই উপজেলার ৪ দশমিক ৫ কিলোমিটার নুনগোলা খাল পুনঃখননের মাধ্যমে ওই এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ঊাসস/এনডি/সংবাদদাতা/১০৩০/নূসী