বাসস ক্রীড়া-১৩ : সাইফুদ্দিন বিপদ মুক্ত

135

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-
সাইফুদ্দিন বিপদ মুক্ত
ঢাকা, ২৬ মে ২০২১ (বাসস) : মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংএর সময় হেলমেটে বলের আঘাত পাওয়া বাংলাদেশ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বিপদ মুক্ত। আঘাত পাওয়ার পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিলো।
এরপর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করানো হয় সাইফুদ্দিনের। স্ক্যান রিপোর্টে কোন সমস্যা ধরা পড়েনি এবং তিনি এখন বিপদমুক্ত আছেন।
আজ বিসিবি প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী বলেন, ‘আমরা সাইফুদ্দিনকে পর্যবেক্ষণ করেছি। সে এই মূহুর্তে ভাল আছেন এবং কোনও সমস্যা নেই তার। আগামীকাল সকালে আবারও পর্যবেক্ষণ করবো আমরা। তবেই বলা যাবে, সে খেলার জন্য প্রস্তুত কি-না। প্রোটোকল অনুসারে, মাথায় আঘাতের পর ২৪ ঘন্টা অপেক্ষা করতে হয়, আমরা তাকে পর্যবেক্ষণ করছি।’
তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য আজ ঘোষিত বাংলাদেশ দলে সাইফুদ্দিনকে রেখেছে বিসিবি।
দ্বিতীয় ম্যাচে মাথায় আঘাতে মাঠ ছাড়লে সাইফুদ্দিনের পরিবর্তে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছিলেন তাসকিন আহমেদ।
বাংলাদেশের ইনিংসের ৪৭তম ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ছিলেন সাইফুদ্দিন। বোলার ছিলেন শ্রীলংকার দুশমন্থ চামিরা। প্রতিপক্ষের বোলারের বাউন্সারে মাথায় আঘাত পান সাইফুদ্দিন। এতে ইনজুরিতে পড়েন তিনি। ইনজুরিতে পড়ার ডেলিভারিতেই রান আউট হন সাইফুদ্দিন। আউট হওয়ার আগে ৩০ বলে ১১ রান করেন তিনি।
বাসস/এএমটি/১৯০৫/স্বব