বাসস ক্রীড়া-১২ : করোনামুক্ত ফার্নান্দো

129

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-করোনা
করোনামুক্ত ফার্নান্দো
ঢাকা, ২৬ মে ২০২১ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ শুরুর আগে করোনায় পরীক্ষায় পজিটিভ এসেছিলো শ্রীলংকার পেসার শিরান ফার্নান্দোর। ফলে দলের বাইরেই ছিলেন তিনি। তবে আজ তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
রোববার প্রথম ম্যাচের আগে, করোনা পরীক্ষায় পজিটিভ আসে- পেস বোলিং কোচ চামিন্দা ভাস, অলরাউন্ডার ইসুরু উদানা এবং ফার্নান্দোর করোনা পজিটিভ আসে। পরবর্তীতে ভাস-উদানার নেগেটিভ আসে। ফার্নান্দোর পজিটিভ আসায়, আইসোলেশনে থাকেন।
তিনদিন পর করোনা পরীক্ষায় নেগেটিভ হলেন ফার্নান্দো। যা শ্রীলংকা শিবিরের জন্য স্বস্তির।
বিসিবির চিকিৎসক মঞ্জুরুল হোসেন চৌধুরী আজ বলেছেন, ‘তিনি (শিরান ফার্নান্দো) গতকাল করোনার পরীক্ষা করানোর পরে আজ নেগেটিভ হয়েছেন। তিনি এখন শ্রীলংকা দলের সাথে আছেন।’
বাসস/এএমটি/১৮৫০/স্বব