বাসস দেশ-৩৮ : খুলনা ও বরিশাল বিভাগের নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা

128

বাসস দেশ-৩৮
নদ ও নদী-পরিস্থিতি
খুলনা ও বরিশাল বিভাগের নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা
ঢাকা, ২৬ মে, ২০২১ (বাসস) : খুলনা বিভাগের আট নদী এবং বরিশালের সতেরো নদীর পানি ২৪ ঘন্টায় দ্রুত বাড়তে পারে। ফলে এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
বন্যা পূর্বাভাস এবং নদ-নদী পরিস্থিতি ও পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের ভদ্রা, ইছামতি, রূপসা, পশুর, শিবসা, দড়াটানা ও বেতানাই-খোলপেটু এবং বরিশাল বিভাগের কীর্তনখোলা, তর্কী, ধর্মগঞ্জ, নয়াভাঙ্গানী, তেতুঁলিয়া, স্বরূপকাঠি, কচা, বলেশ্বর, বুড়িশ্বর, বিশখালী, গড়াই-মধুমতি, লোহালিয়া, সুরমা-মেঘনা ও বুড়িশ্বর-পায়রা উপকূলীয় নদীর পানি সমতল বাড়বে।
এদিকে, ব্রক্ষ্মপুত্র ও গঙ্গা-পদ্মা নদ ও নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে- যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি হ্রাস পাচ্ছে, যা আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৬৫টির, হ্রাস পেয়েছে ২৭টির, অপরিবর্তিত রয়েছে ০৩টির, গেজ পাঠ পাওয়া যায়নি ০৬টির এবং মোট তথ্য পাওয়া যায়নি ০৬টির।
বাসস/সবি/এসএস/১৮৪৫-কেএটি