বাসস দেশ-৩০ : ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে সাতক্ষীরার শ্যামনগরে বেড়িবাঁধ ভেঙ্গে পাঁচটি ইউনিয়ন প্লাবিত

89

বাসস দেশ-৩০
সাতক্ষীরা- ঘূর্ণিঝড় ইয়াস
ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে সাতক্ষীরার শ্যামনগরে বেড়িবাঁধ ভেঙ্গে পাঁচটি ইউনিয়ন প্লাবিত
সাতক্ষীরা, ২৬ মে ২০২১ (বাসস) : জেলার শ্যামনগর উপজেলায় আজ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙ্গে পাঁচটি ইউনিয়ন প্লাবিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে জোয়ারের সময় নদীতে হঠাৎ আটফুট পানি বৃদ্ধি পায়।এসময় উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও কৈখালী ইউনিয়নের অধিকাংশ পাউবো বাঁধ ছাপিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে। এ সময় অনেক মৎস্য ঘের প্লাবিত হয়।
উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম জানান, কপোতাক্ষ নদে হঠাৎ জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ইউনিয়নের লেবুবুনিয়া, গাঁগড়ামারি ৩নং এলাকায় পাউবো বাঁধ ভেঙ্গে পানি ভিতরে প্রবেশ করে। এতে ইউনিয়নের ১৫টি গ্রাম তলিয়ে যায়। এছাড়া মৎস্য ঘেরগুলোও তলিয়ে একাকার গেছে।
উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আতাউর রহমান জানান, খোলপেটুয়া নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পাউবো’র বাঁধ ছাপিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে। এসময় ঝাঁপা, সোনাখালী, পূর্ব ও পশ্চিম পাতাখালী সহ কামালকাটি এলাকার মৎস্য ঘেরগুলোও পানিতে একাকার হয়ে যায়। জোয়ারের পানি যেভাবে প্রবেশ করছে তাতে পুরো ইউনিয়ন তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে তিনি উল্লেখ করেন।
উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ মন্ডল জানান, খোলপেটুয়া নদীতে অস্বাভাবিক জোয়ারে অধিকাংশ পাউবো বাঁধ তলিয়ে পানি ভিতরে প্রবেশ করেছে। এতে এলাকার অধিকাংশ মৎস্য ঘের প্লাবিত হয়েছে।
উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল জানান, চুনা নদীতে জোয়ারের পানি বাড়ায় বাউবো’র বাঁধ ভেসে গেছে। এতে দশটি গ্রাম আংশিক প্লাবিত হয়েছে। বহুমানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। তিনি জানান, ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের প্রায় দু’হাজার মানুষ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন। ইউনিয়নের অধিকাংশ মৎস্যঘের তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, সীমান্তবর্তী কালিন্দি নদীতে ৭ থেকেজ ৮ ফুট জোয়ারের পানিতে পাউবো বাঁধ ছাপিয়ে ইউনিয়নের ২২টি গ্রাম প্লাবিত হয়েছে।এলাকায় মৎস্য ঘেরগুলো পানিতে তলিয়ে একাকার হয়ে গেছে। মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন।
এদিকে, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী বলেন, ঘূর্ণিঝড় পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সরকারী সাহায্য হিসাবে প্রতিটি ইউনিয়নে নগদ ২৫ হাজার টাকা এবং দুইটন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তাছাড়া শুকনা খাবার সরবরাহ করা হচ্ছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮১৫/এমকে