বাসস ক্রীড়া-৯ : চ্যাম্পিয়নশিপ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ: ম্যা গড়াতে পারে ৬ দিনে

94

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-টেস্ট চ্যাম্পিয়নশিপ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ: ম্যা গড়াতে পারে ৬ দিনে
দুবাই, ২৬ মে ২০২১ (বাসস) : আগামী ১৮ জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ঐ টেস্টের ফল ড্র হলে কি হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
আগামী পহেলা জুন ক্রিকেটের নিয়ন্ত্রন সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠক রয়েছে। সেই বৈঠকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ম্যাচ ড্র হলে, কি হবে, সেটি চূড়ান্ত করবে আইসিসি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র হলে, প্রথমে সিদ্ধান্ত হয়েছিল- পাঁচদিনের ম্যাচ ছয়দিনে হবে। অর্থাৎ, পাঁচ দিনে যদি ম্যাচের ফলাফল না হয়, তবে এক দিন বেশি খেলা হবে। তবে পরে সেই নিয়ম বাতিল করে দেয় আইসিসি।
এরপর সিদ্বান্ত হয়েছিলো ম্যাচ ড্র হলে ফাইনালের দুই দলকেই জয়ী ঘোষণা করা হবে।
তবে ইংল্যান্ডে বৃষ্টি হতে পারে, সেই ভাবনায়, টেস্টের দৈর্ঘ্য একদিন বাড়ানোর চিন্তা করছে আইসিসি। এমনটা জানিয়েছেন আইসিসির এক কর্মকর্তা, ‘বৃষ্টি কথা মাথায় রেখে ষষ্ঠ দিন খেলা হতে পারে। আবহাওয়া যাতে কোনও ভাবে খেলার ফলাফলকে প্রভাবিত করতে না পারে সেই জন্যই এমন সিদ্বান্ত হতে পারে।’
তবে ফাইনাল নিয়ে চূড়ান্ত পহেলা জুন জানাবে আইসিসি।
বাসস/এএমটি/১৭৫৫/স্বব