জর্জ ফ্লয়েডের পরিবারের ‘অসাধারণ মনোবলের’ প্রশংসা বাইডেনের

168

ওয়াশিংটন, ২৬ মে, ২০২১ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জর্জ ফ্লয়েডের পরিবারের সাহসিকতার প্রশংসা করেছেন। পুলিশ কর্মকর্তার হাতে গ্রেফতার হওয়ার সময় আফ্রিকার বংশোদ্ভূত আমেরিকান এ নাগরিক নিহত হওয়ার পর প্রথম বার্ষিকীতে তিনি এমন মন্তব্য করেন। আর এ ঘটনাকে কেন্দ্র করে ওই সময় যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়তে দেখা যায়। খবর এএফপি’র।
হোয়াইট হাউসে ফ্লয়েডের পরিবারের বিভিন্ন সদস্যের সাথে কথা বলার পর এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘ফ্লয়েডের পরিবার অসাধারণ মনোবল দেখিয়েছেন, বিশেষ করে তার কনিষ্ঠ মেয়ে গিয়ানা। মেয়েটি আজ আবার আমার সাথে সাক্ষাত করেছে।’
বাইডেন বলেন, ‘তাকে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ৬০’র দশকের সিভিল রাইটস যুগের পর থেকে এমন বিক্ষোভ আর আমরা দেখতে পাইনি। শান্তিপূর্ণ এ বিক্ষোভে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে এবং সকলকে একযোগে বলতে দেখা যায় অনর্থক হত্যা অনেক হয়েছে, আর না।’