বাসস ক্রীড়া-৪ : গার্দিওলার বিপক্ষে ফাইনাল নিয়ে সর্তক টাচেল

90

বাসস ক্রীড়া-৪
ফুটবল-
গার্দিওলার বিপক্ষে ফাইনাল নিয়ে সর্তক টাচেল
লন্ডন, ২৬ মে ২০২১ (বাসস) : আগামী ২৯ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে দুই ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার সিটি ও চেলসি। অল ইংলিশ ফাইনালে এককভাবে ফেভারিটের তকমা নেই কারও গায়ে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিয়ে সতর্ক চেলসির কোচ টমাস টাচেল। কারন হিসেবে তিনি জানান, ম্যানচেষ্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালার পরিকল্পনার বিপক্ষে খেলাটা সব সময়ই কঠিন।
ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন গার্দিওয়ালার ম্যানচেষ্টার সিটি। প্রথম পর্বে চেলসির বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিলো সিটি। তবে পরের পর্বে সিটিকে ২-১ গোলে হারায় চেলসি। এমনকি ঐ ম্যাচের আগে এফএ কাপের সেমিফাইনালে সিটিকে ১-০ গোলে হারায় চেলসি।
তাই শেষ ম্যাচে জয়ের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে আত্মবিশ্বাসী চেলসি। কিন্তু ফাইনাল নিয়ে বেশ সর্তক টাচেল।
টাচেল বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সিটির বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আমাদের। শেষ দুই ম্যাচে সিটির বিপক্ষে আমাদের জয় আছে। আমরা আত্মবিশ্বাসী। তবে ফাইনাল নিয়ে আমরা সতর্ক। কারন তাদের কোচ গার্দিওয়ালা। তার পরিকল্পনাগুলো তুখোড় হয়। আর ফাইনালের মঞ্চে গার্দিওয়ালা ভিন্ন ধরনের পরিকল্পনার ছক কষবেন। তাই তার দল নিয়ে আমরা বেশ সতর্ক।’
এ নিয়ে টানা দ্বিতীয়বারের মত কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টাচেল। গতবার প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ হিসেবে ফাইনাল খেলেছিলেন তিনি। ফাইনালে বার্য়ান মিউনিখের কাছে হারতে হয়েছিলো পিএসজিকে।
গেল আসরে শিরোপা জিততে না পারার আক্ষেপ রয়েছে টাচেলের। তাই এবার শিরোপা স্পর্শে মরিয়া টাচেল বলেন, ‘পিএসজির হয়ে গতবার ফাইনালে উঠেছিলাম। কিন্তু শিরোপার স্পর্শ পাইনি। এবার চেলসির হয়ে ফাইনালের মঞ্চে। এবার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে চাই।’
আর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে সিটি। গার্দিওলার জাদুতে প্রথম ফাইনাল নিয়ে উচ্ছসিত সিটিও। তাই ফাইনাল জয়ের জন্য সিটি যে হিং¯্র হয়ে থাকবে সেটিও জানেন টাচেল। তিনি বলেন, ‘শুধুমাত্র গার্দিওয়ালাই নয়, শিরোপা জিততে মরিয়া হয়ে থাকবে সিটির খেলোয়াড়রাও। কারন সিটির হয়ে এবারই প্রথম ফাইনাল খেলবে গার্দিওয়ালার শিষ্যরা।’
বাসস/এএমটি/১৬১৩/স্বব