বাসস ক্রীড়া-১ : ফাইনালে সমান-সমান দু’দল, তবে এক্সফ্যাক্টর হতে পারে কোহলি : হ্যাডলি

88

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-হ্যাডলি
ফাইনালে সমান-সমান দু’দল, তবে এক্সফ্যাক্টর হতে পারে কোহলি : হ্যাডলি
অকল্যান্ড, ২৬ মে ২০২১ (বাসস) : আগামী ১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথমবারের মত টেস্ট চ্যাম্পিশিপের এ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্যার রিচার্ড হ্যাডলির মতে ফাইনালে কোন দলই ফেভারিট নয়। তবে, ফাইনালে প্রভাব ফেলতে পারে বা এক্স ফ্যাক্চর হতে ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
সেরা হয়েই প্রথমবারের মত হওয়া বিশ্ব টেস্ট চ্য্যাম্পিয়শিপের ফাইনালের মঞ্চে ভারত ও নিউজিল্যান্ড। বর্তমানে আইসিসি টেস্ট র‌্যাংকিংএর শীর্ষ দু’দলও তারা। শীর্ষে ভারত, দুই’য়ে নিউজিল্যান্ড। ভারতের রেটিং ১২১ ও নিউজিল্যান্ডের ১২০। তাই ব্যবধানটা ১। আর শক্তি বিচারেও দু’দলই সমান-সমান। তাই ফাইনালে মঞ্চে কোন দলকেই এগিয়ে রাখছেন না বা ফেবারিট হিসেবে দেখছেন না ৪৩১টি টেস্ট উইকেটের মালিক হ্যাডলি।
তিনি বলেন, ‘খেলা হবে ইংল্যান্ডের লর্ডসে। দু’দলের জন্যই নিরপেক্ষ ভেন্যু। ফাইনালের সময় ইংল্যান্ডের আবহাওয়া ঠান্ডা থাকলে, সুবিধা পেতে পারে নিউজিল্যান্ড। এছাড়া আমি দুই দলের আর কোন বাড়তি সুবিধা দেখছি না। ঠান্ডা আবহাওয়ার সুবিধা ভারতও নিতে পারবে। কারন ম্যাচটি হবে ডিউক বলে। ইংল্যান্ডের স্যাঁতসেতে আবহাওয়াতে এই বল বাড়তি সুইং করে। দুই দলেই বিশ্ব মানের বোলার আছে। যারা জোরে বল করতে পারে, সুইংএও পারদর্শী। ফলে দুই দলের ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে। তাই ফাইনালের মঞ্চে সেরা দল বেছে নেওয়া সম্ভব নয়।’
ফাইনালে কাউকে এগিয়ে না রাখলেও, শিরোপা নির্ধারনী ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলি প্রভাব ফেলতে পারেন বলে মনে করেন হ্যাডলি। কোহলি এক্সফ্যাক্টর হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘কোহলি অনেক বেশি আবেগপ্রবণ এবং আক্রমনাত্মক। সে ম্যাচ জিততে ও শিরোপার জন্য উন্মুখ হয়ে থাকবে। সব চাপ ও একাধিক বাধা সামলে আগ্রাসী মনোভাব নিয়ে দলকে সামনের এগিয়ে নিয়ে যাচ্ছে কোহলি। ম্যাচ জেতার জন্য তার লড়াকু মনোভাব যে কোনও ক্রীড়াবিদের কাছে শিক্ষণীয়। এক কথায় বিশ্বমানের খেলোয়াড়। ফাইনালে বড় প্রভাব ফেলতে পারে কোহলি।’
বাসস/এএমটি/১৬০০/স্বব