বাসস দেশ-১১ : ঝিনাইদহে ঝড়ে অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত

91

বাসস দেশ-১১
ঘরবাড়ি বিধ্বস্ত
ঝিনাইদহে ঝড়ে অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত
ঝিনাইদহ, ২৬ মে, ২০২১ (বাসস) : ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামে হঠাৎ ঝড়ে লন্ডভন্ড হয়েছে অর্ধশত বাড়িঘর। উপড়ে গেছে শত শত গাছপালা। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার আড়মুখী গ্রামে এ ঝড় আঘাত হানে। জেলার বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবীর হোসেন জানান, মঙ্গলবার বিকেলে থেকেই হালকা বাতাসের সাথে বৃষ্টিপাত হয়। সন্ধ্যার পর হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় ঝড়। ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী এ ঝড়ে আড়মুখী গ্রামের কুটিপাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্তÍ ২ কিলোমিটার লম্বা স্থান ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এতে অর্ধ-শত কাচা-পাকা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে যায় শতশত গাছপালা। ঝড়ের কবলে পড়ে নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে। ক্ষতিগ্র¯ ওই গ্রামের বাবলু শেখ বলেন, হঠাৎ করে ঝড় শুরু হলো। কিছু বোঝার আগেই ১৫ থেকে ২০ সেকেন্ডের মধ্যে গাছপালা উপড়ে গেল। বাড়িঘরে ভেঙ্গে মাটির সাথে মিশে গেছে। একই এলাকার দোস্তর আলী বলেন, যাদের মাটির ঘর বা টিনের ঘর ছিল তাদের আর কিছুই নেই।
এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত’দের সহযোগিতার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত’দের পুর্নবাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও শুকনা খাবার দেওয়া হচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঘুণিঝড়ের ব্যপারে উপ- জেলা ও জেলা প্রশাসন সর্বচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৩১৫/নূসী