জয়পুরহাটে ধান-চাল সংগ্রহ অভিযান চলছে

193

জয়পুরহাট, ২৬ মে, ২০২১ (বাসস) : চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২১ পুরো দমে শুরু করেছে জয়পুরহাট জেলা খাদ্য বিভাগ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদুর্শী চাকমা জানান, জয়পুরহাট জেলায় চলতি বোরো মৌসুমে ৯ হাজার ৪ মেট্রিক টন ধান ও ১৯ হাজার ৩২৭ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা খাদ্য বিভাগ। এরমধ্যে সদর উপজেলা, কালাই ও পাঁচবিবি উপজেলার কৃষকরা কৃষক এপস্ ব্যবহার করে খাদ্য গুদামে তাদের ধান সরবরাহ করছে এবং ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় কৃষি অফিসে থাকা কৃষকদের তালিকা মোতাবেক লটারীর মাধ্যমে কৃষকরা সরাসরি ধান সরবরাহ করছে। ২৩ মে পর্যন্ত লক্ষ্যমাত্রার বিপরীতে জেলা খাদ্য বিভাগ ৩ শ ৩০ মেট্রিক টন ধান ও ২ হাজার ১৩৬ মেট্রিক টন চাল সংগ্রহ করতে সক্ষম হয়েছে। জেলায় ধান কাটা মাড়াই ধীরে হওয়ার কারণে সংগ্রহ অভিযান ঢিলে ঢালা ভাবে চলছে বলে জানা গেছে। চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য জেলার ৩ শ ৭৫ জন মিল মালিক জেলা খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলে জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদুর্শী চাকমা। সংগ্রহ অভিযান সফল করতে মিল চাতাল মালিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং চলতি বোরো সংগ্রহ মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও আশা বাদ ব্যক্ত করেন ওই কর্মকর্তা। এবার সরকারি ভাবে ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজি চাল সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। গত ৯ মে থেকে সংগ্রহ অভিযান শুরু হয়েছে এবং আগামী ১৬ আগষ্ট পর্যন্ত মিলারদের কাছ থেকে চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করেছে সরকার।