বাসস দেশ-৬৬ : করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন দেশের পৌনে ৪১ লক্ষাধিক মানুষ

117

বাসস দেশ-৬৬
টিকা-আপডেট
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন দেশের পৌনে ৪১ লক্ষাধিক মানুষ
ঢাকা, ২৫ মে, ২০২১ (বাসস) : দেশে এ পর্যন্ত পৌনে ৪১ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ৪১ লাখ ৮৪ হাজার ৩০ জন। এরমধ্যে পুরুষ ২৬ লাখ ১৩ হাজার ৫৪২ জন এবং নারী ১৪ লাখ ৭০ হাজার ৪৮৮ জন।
আর টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৮ লাখ ২০ হাজার ১ জন। এরমধ্যে ৩৬ লাখ ৯ হাজার ৫৭ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৪৪ জন।
প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে এ পর্যন্ত এস্ট্রেজেনিকার কোভিশিল্ড টিকা নিয়েছেন দেশের ৯৯ লাখ ৪ হাজার ৩১ জন মানুষ। এছাড়া আজ থেকে দেশে চীনের সিনোফার্মার টিকা প্রয়োগ শুরু হয়েছে। এই টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫০১ জন। এদের মধ্যে ২৪৬ জন পুরুষ এবং ২৫৫ জন নারী রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৩৩ হাজার ৬৫৫ জন এস্ট্রেজেনিকার কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ২০ হাজার ৪৯১ জন এবং নারী ১৩ হাজার ১৬৪ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে এই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৪ লাখ ১৪ হাজার ৮৩৫ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৭ লাখ ৫৯ হাজার ৪৯৮ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৮ লাখ ৮ হাজার ৬৪ জন ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ২০ হাজার ৯৩ জন।
ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৮৩ হাজার ১৮০ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৯ হাজার ২৩৩ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪৯২ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৭৮ হাজার ২০৪ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ২ হাজার ৯৮৯ জন, প্রথম নিয়েছেন ডোজ ৬ লাখ ৬৩ হাজার ৯৬৭ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৭৭ হাজার ৯২ জন, প্রথম ডোজ নিয়েছেন ৫ লাখ ৯৬ হাজার ৯৪৩ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬৫০ জন, প্রথম ডোজ নিয়েছেন ৭ লাখ ৩১ হাজার ৮৯ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৭৩ জন, প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৫১ হাজার ৩৪৫ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৫১৯ জন, প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ১ হাজার ১৫৬ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।
দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
বাসস/এএসজি/এমএসএইচ/২১৩২/-শআ