সাইফুদ্দিনের বদলে কনকাশন সাব তাসকিন

221

ঢাকা, ২৫ মে, ২০২১ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে চলমান দ্বিতীয় ওয়ানডেতে মাথায় বলের আঘাত পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। যে কারণে বাংলাদেশের হয়ে ফিল্ডিংএ নামতে পারেননি তিনি।
তাই সাইফুদ্দিনের পরিবর্তে কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছেন পেসার তাসকিন আহমেদ। প্রথমে একাদশে ছিলেন না তাসকিন। এবার সাইফুদ্দিনের কনকাশন সাব হিসেবে খেলার সুযোগ পেলেন তাসকিন।
বাংলাদেশের ইনিংসের ৪৭তম ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ছিলেন সাইফুদ্দিন। বোলার ছিলেন শ্রীলংকার দুশমন্থ চামিরা। প্রতিপক্ষের বোলারের বাউন্সারে মাথায় আঘাত পান সাইফুদ্দিন। ইনজুরিতে পড়ার ডেলিভারিতেই রান আউট হন সাইফুদ্দিন। ৩০ বলে ১১ রান করেন তিনি।
সাইফুদ্দিনের কনকাশন সাব হিসেবে নেমে তৃতীয় ওভারেই বল হাতে আক্রমনে আসেন তাসকিন।
এর আগে ২০১৯ সালে ভারতের বিপক্ষে কলকাতা টেস্টে একই দিনে ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশের দুই খেলোয়াড়- লিটন দাস ও নাইম হাসান। তাদের পরিবর্তে কনকাশন সাব হয়েছিলেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।