বাসস ক্রীড়া-১৯ : জিম্বাবুয়ে সফরে কমলো টেস্ট, বাড়লো টি-টুয়েন্টি

87

বাসস ক্রীড়া-১৯
ক্রিকেট-বাংলাদেশ
জিম্বাবুয়ে সফরে কমলো টেস্ট, বাড়লো টি-টুয়েন্টি
ঢাকা, ২৫ মে, ২০২১ (বাসস) : আগেই নির্ধারিত ছিল আগামী জুন-জুলাইতে জিম্বাবুয়ে সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু সেই সূচিতে পরিবর্তন এসেছে। নতুন সুচিতে এক টেস্ট কমে, একটি টি-টুয়েন্টি বাড়ানো হয়েছে।
নতুন সূচিতে জিম্বাবুয়ে সফরে এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। এমনটা নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
তিনি বলেন, ‘দুই বোর্ড আলোচনা করে সূচি থেকে একটি টেস্ট বাদ দিয়েছে। একটি টেস্ট কমিয়ে একটি টি-টুয়েন্টি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’
২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ। ৭ জুলাই একমাত্র টেস্ট দিয়ে শুরু সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে হবে যথাক্রমে- ১৬, ১৮ ও ২০ জুলাই। ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে টি-টুয়েন্টি ম্যাচগুলো। সবগুলো ম্যাচ হবে হারারেতে।
বাসস/এএমটি/২০০০/স্বব