বাসস দেশ-৩৪ : শিশু দিবাযত্ন কেন্দ্র বিলের রিপোর্ট চূড়ান্ত

85

বাসস দেশ-৩৪
কমিটি-মহিলা ও শিশু
শিশু দিবাযত্ন কেন্দ্র বিলের রিপোর্ট চূড়ান্ত
ঢাকা, ২৫ মে, ২০২১ (বাসস) : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংসদে উপস্থাপনের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র বিল, ২০২১ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।
কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটি সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা, মোঃ আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান এবং সাহাদারা মান্নান সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিগত ২১তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় । এছাড়া ২১তম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় ‘শিশু দিবাযত্ন কেন্দ্র বিল, ২০২১’ সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষাপূর্বক বিস্তারিত আলোচনা হয়। কতিপয় ধারা সংশোধন পূর্বক বিলটি সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালকসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৫৩০/-কেকে