বাসস ক্রীড়া-৭ : সাকিব-জাদেজারা সেরার কাতারে থাকলেও এক নম্বরে স্টোকস : হ্যাডলি

79

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-হ্যাডলি
সাকিব-জাদেজারা সেরার কাতারে থাকলেও এক নম্বরে স্টোকস : হ্যাডলি
অকল্যান্ড, ২৫ মে, ২০২১ (বাসস) : বর্তমান সময়ের সেরা অলরাউন্ডারদের তালিকায় নাম আছে বাংলাদেশের সাকিব আল হাসান, ভারতের রবীন্দ্র জাদেজা, ইংল্যান্ডের মঈন আলি-বেন স্টোকস, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, আফগানিস্তানের মোহাম্মদ নবী।
তবে এদের মধ্যে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার রিচার্ড হ্যাডলির চোখে এক নম্বর অলরাউন্ডার স্টোকস। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন হ্যাডলি।
বর্তমানে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন- ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার। ওয়ানডের সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব। আর টি-টুয়েন্টিতে সেরা আফগানিস্তানের নবী।
তিন ফরম্যাটের কোনটিতেই শীর্ষে নেই স্টোকস। অথচ হ্যাডলির চোখে বর্তমানে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার স্টোকস।
হ্যাডলি বলেন, ‘এই সময়ের অলরাউন্ডারদের যখন দেখি, তখন এক নম্বর হিসেবে স্টোকসের নামই আমার মুখে চলে আসে। সে লড়াকু, দারুণ ব্যাটসম্যান-বোলার-ফিল্ডার। তাই হাত ধরে ইংল্যান্ডের বহু জয় এসেছে। তিন ফরম্যাটেই ইংল্যান্ডের জয়ের পেছনে বড় অবদান স্টোকসের।’
স্টোকসকে এক নম্বর বললেও, হ্যাডলির সেরা কাতারে সাকিব-জাদেজাসহ আরও অনেকেই আছেন। তিনি বলেন, ‘স্টোকস এক নম্বর অলরাউন্ডার। তবে অলরাউন্ডারদের সেরার কাতারে রয়েছে- সাকিব, জাদেজা, হোল্ডার, নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম, মঈন, ইংল্যান্ডের ক্রিস ওকস। এরাও অলরাউন্ডার হিসেবে নিজেদের সামর্থ্য দেখাচ্ছে।’
ক্রিকেট ক্যারিয়ারে ৮৬টি টেস্ট ও ১১৫টি ওয়ানডে খেলেছেন ৬৯ বছর বয়সী হ্যাডলি। টেস্টে ৩১২৪ রান ও ৪৩১ উইকেট এবং ওয়ানডেতে ১৭৫১ রান ও ১৫৮টি উইকেট নিয়েছেন হ্যাডলি।
বাসস/এএমটি/১৫৩০/স্বব