বাসস ক্রীড়া-৩ : আগামী মৌসুমে আবারো সৌদি আরবে ফিরছে ইতালিয়ান সুপার কাপ

80

বাসস ক্রীড়া-৩
ফুটবল-সুপার কাপ
আগামী মৌসুমে আবারো সৌদি আরবে ফিরছে ইতালিয়ান সুপার কাপ
তুরিন, ২৫ মে, ২০২১ (বাসস) : আগামী মৌসুমে আবারো ইতালিয়ান সুপার কাপের ম্যাচটি সৌদি আরবে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ইতালিয়ান লিগ কর্তৃপক্ষ। কাপের ম্যাচটিতে অংশ নিবে সিরি-এ লিগ বিজয়ী ইন্টার মিলান ও কাপ বিজয়ী জুভেন্টাস।
এ সম্পর্কে লিগ সভাপতি পাওলো ডাল পিনো ইতালিয়ান রেডিওতে বলেছেন, ‘আগামী সুপার কাপ সৌদি আরবে অনুষ্ঠিত হবে। চুক্তি অনুযায়ীই সবকিছু হচ্ছে এবং আশা করছি সমর্থকরাও এই ম্যাচটি উপভোগ করতে পারবে।’
২০১৭-১৮ মৌসুমের সুপার কাপ ২০১৯ সালের জানুয়ারিতে জেদ্দায় ও পরবর্তী ম্যাচটি ২০১৯ সালের ডিসেম্বরে রিয়াদে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু করোনামহামারীর কারনে সর্বশেষ সুপার কাপ এবার ইতালির রেগিও এমিলিয়ায় অনুষ্ঠিত হয়।
ডাল পিনো বলেছেন, ‘দুই/তিন বছর আগে সৌদি আরবের সাথে আমাদের একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। দুই দেশের ফেডারেশনের সাথে গভীর সম্পর্কের কারনে এটা সম্ভব হয়েছিল। নারী ফুটবলের বিষয়েও তাদের সাথে ইতালির বেশ কিছু সভা হয়েছে।’
সুপার কাপের জন্য কোন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী বছর জানুয়ারিতে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বলে বেশ কিছু ইতালিয়ান গণমাধ্যম রিপোর্ট করেছে।
বাসস/নীহা/১৪৪০/স্বব