বাসস ক্রীড়া-৩ : তৃতীয় রাউন্ডে কারবার-কেভিতোভা-শারাপোভা

187

বাসস ক্রীড়া-৩
টেনিস-ইউএস ওপেন-মহিলা
তৃতীয় রাউন্ডে কারবার-কেভিতোভা-শারাপোভা
নিউ ইর্য়ক, ৩১ আগস্ট, ২০১৮ (বাসস/এএফপি) : ইউএস ওপেন টেনিসে মহিলা এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন চতুর্থ বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কারবার, পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ও ২২তম বাছাই রাশিয়ার হার্টথ্রব মারিয়া শারাপোভা।
দ্বিতীয় রাউন্ডে কারবারের প্রতিপক্ষ ছিলেন অবাছাই সুইডেনের জোহান্না লারসন । শক্তির বিচারে এগিয়ে থাকায় প্রথম সেট জিতে নেন কারবারই। ৬-২ গেমে জয় পান তিনি। তবে দ্বিতীয় সেটে ঘুড়ে দাঁড়ান লারসন। ৭-৫ গেমে জয় তুলে নিয়ে ম্যাচে সমতা আনেন লারসেন। তবে তৃতীয় সেটে লারসনকে সুযোগ দেননি কারবার। ৬-৪ গেমে জয় তুলে নিয়ে তৃতীয় রাউন্ডে উঠেন কারবার। ২ ঘন্টা ২৪ মিনিট লড়াই করেন কারবার ও লারসেন।
কারবারের ঘাম ঝড়ানো জয়ের দিন ১ ঘন্টা ৪৭ মিনিট জয় তুলে নেন কেভিতোভা। অবাছাই চীনের ওয়াং কিআংকে ৭-৫ ও ৬-৩ গেমে পরাজিত করেন কেভিতোভা।
তৃতীয় রাউন্ডের টিকিট পেতে অবাছাই রোমানিয়ার সোরানা ক্রিস্টিয়ার মুখোমুখি হয়েছিলেন ২০০৬ সালের চ্যাম্পিয়ন শারাপোভা। সরাসির সেটেই জয় তুলে নেন তিনি। এজন্য ১ ঘন্টা ৫১ মিনিট কোর্টে সময় ব্যয় করেন শারাপোভা। ম্যাচের স্কোর লাইন ছিলো ৬-২ ও ৭-৫।
বাসস/এএফপি/এএমটি/১৪২৫/স্বব